হিজাব, ধর্মীয় অনুশাষন ও ধর্ষণ নিয়ে ইসলামপন্থী ও সেকুলারদের মধ্যে বিতর ও আমার ভাবনা
লিখেছেন লিখেছেন সমুদ্র সৈকত ১৩ জানুয়ারি, ২০১৩, ০১:৩৩:০৮ দুপুর
গত কয়েকদিন ধরে ব্লগে হিজাব, ধর্মীয় অনুশাষন ও ধর্ষণ নিয়ে ইসলামপন্থী ও সেকুলারদের মধ্যে বিতর্ক্ দেখা যাচ্ছে। এক পক্ষ বুঝাতে চাচ্ছে ধর্ষণ বাড়া কমার সাথে হিজবের কোন সম্পর্ক্ নেই। কেউ কেউ বলছে পুরুষেরা নিজেদের নিয়ন্ত্রন করতে পারলে নারীরা যৌন নির্যাতনের স্বীকার হত না। পুরুষরা নিজেদের নিয়ন্ত্রন করতে পারেনা বলেই নারী নির্যাতন হচ্ছে। আরেক পক্ষ বলছে হিজাবের সাথে নির্যাতনের সম্পর্ক্ আছে। এই জন্য তারা উদাহারন হিসেবে প্রাশ্চাত্য দেশ গুলো ও মধ্যপ্রাচ্যের দেশ গুলোর তুলনা সামনে আনছে। তারা সমীকরন দিয়ে দেখাচ্ছে যে, মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ধর্ষণ বা যৌন নির্যাতনের হার অনেক কম। আর এটা হচ্ছে হিজাবের প্রভাবে বা ধর্মীয় আইনের কড়া প্রয়োগের ফলে। নিরপেক্ষ দৃষ্টিতে তাকালে ইসলামপন্থীদের যুক্তিগুলো অধিক গ্রহন যোগ্য।
সব গুলো ধর্মে ভ্যাবিচার নিষিদ্ধ তবুও এই গুলো হচ্ছে আর যারা এগুলো করছে তাদের মধ্যে ধার্মীক লোকের সংখ্যা খুবই কম। তার মানে যারা ধার্মীক নন তারা যে সবাই খারাপ বিষয়টা তেমনও নয়। যাদের মধ্যে শয়তান ভর করতে পারে তারাই নিজেদেরকে অত্যাচারী রুপে প্রকাশ করে। আর শয়তানের কাজই হচ্ছে যারা খারাপ তাদেরকে নিজের সাথী করে নেওয়া, যারা ভাল তাদের খারাপ পথে পরিচালিত করতে চেষ্টা করা। দ্বিতীয় কাজে শয়তান কখনো সফল হয় কখনো হয়না।
এবার হিজাব নিয়ে আমার ব্যক্তি গত ধারনার কথা বলি, আসলে একজন মহিলা অথবা একজন পু্রুষ ইচ্ছা করলে একজন পুরুষ অথবা মহিলাকে যে, খারাপ কাজে উৎসাহিত করতে পারে এই নিয়ে আশা করি কারো বিতর্কের প্রয়োজন নেই। কারন একজন মেয়ে লোক যদি রাস্তা দিয়ে হাটে তখন আপনি আমি সবাই তার দিকে তাকাব সে অপলক । এখন যদি ঐ মেয়ে লোকটির বিশেষ কোন স্থানের প্রদর্ষনের কারনে আমাদেরকে আকর্ষিত করে আর এই জন্য যৌন শুড়শুড়ি সৃষ্টি হয়, তার জন্য কে দায়ী? আমার পৌরষত্ত্ব, আমার দৃষ্টি নাকি ঐ মেয়ে লোকটি? যে তার যৌন আকর্ষন হেফাজত করেনি। আমার মতে দায়ী সেই মেয়েটি। কারন মেয়ে লোকটি ইচ্ছা করলে পুরুষদের যৌন আবেগ সৃষ্টি না হয় এমন পোষাক পরিধান করতে পারত। এখন আরেকটি প্রশ্ন সামনে চলে আসে যে পর্দা করে এমন লোক কি ধর্ষিত হয়না? উত্তর: হয়। আমি এতক্ষন বলেছি একজন ভাল মানূষের দৃষ্টি কোন থেকে এবার যদি খারাপ লোকদের দৃষ্টি কোন থেকে বলি তাহলে এক কথায় বলব চোরে না শুনে ধর্মের কাহিনী। কারন চোর সব সময় সুযোগের সন্ধানে থাকে সে সুযোগ পেলে চুরি করে।
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন